শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন




ঠাকুরগাঁওয়ে মাধ্যমিকে বইয়ের ঘাটতি ২০ লাখ ৬৯ হাজার

ঠাকুরগাঁওয়ে মাধ্যমিকে বইয়ের ঘাটতি ২০ লাখ ৬৯ হাজার

ঠাকুরগাঁও প্রতিনিধি :
চাহিদার তুলনায় ২০ লাখ ৬৯ হাজার ৫শ ৬৪টি বই ঘাটতি থাকায় বই বিতরণের প্রথম দিনে ঠাকুরগাঁও জেলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে সব বিষয়ের নতুন বই পৌঁছানো সম্ভব হয়নি।
জানা গেছে, মাধ্যমিক স্তরে মাধ্যমিকে ২৬ লক্ষ ৯১ হাজার ২শ ৫১টি বইয়ের চাহিদার বিপরীতে (১ জানুয়ারি ২০২২ ) পর্যন্ত বই এসেছে ৬ লাখ ২১ হাজার ৬শত ৮৭টি।

নাম প্রকাশে অনিচ্ছুক শহরের একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক জানান, তার বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা একটি বিষয়ের বই বরাদ্দ পেয়েছে। অপর দিকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা ৪টি বিষয় অষ্টম শ্রেণির একটি বিষয় ও নবম শ্রেণির জন্য একটি বিষয়ের বই বরাদ্দ পেয়েছে। গত বছরও বই পেতে বেশ বিড়ম্বনায় পড়তে হয় শিক্ষার্থীদের।

ষষ্ঠ শ্রেণির ছাত্রী সাদিয়া বলেন, ভেবেছিলাম সব বই পাবো, কিন্তু মাত্র একটি বই পেয়েছি। এ জন্য মন খারাপ ।

নবম শ্রেণির রাকিব বলেন, অনেক আশা নিয়ে বই নিতে এসেছিলাম কিন্তু মাত্র একটি বই পেলাম । সবগুলো বই পেলে পুরোদমে পড়াশোনা শুরু করতে পারতাম ।

তবে আগামী কয়েকদিনের মধ্যে সব বই পাওয়া যাবে বলে জানিয়েছেন জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দীন আল আজাদ।

তিনি জানান ,দুশ্চিন্তার কোনো কারণ নেই খুব শিগগিরই সবাই বই পেয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com