রবিবার, ১২ মে ২০২৪, ০৭:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
ডোমারে ছমির উদ্দিন পোকালাগা পীর সাহেবের ওরশ শরীফ উপলক্ষে দোয়া মাহফিল ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী পুনরুজ্জীবিত করতে অভিযান সুন্দরগঞ্জে সড়ক তো নয় যেন বাড়ির উঠান! ঝুঁকিতে পথচারি ও যানবাহন লম্বা কোটে বেবি বাম্প লুকোনোর চেষ্টা ক্যাটরিনার ‘মার্কিন অস্ত্র ব্যবহার করে ইসরায়েল গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে’ ‘তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য’ লালমনিরহাটে সেচ পাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ভাষা সৈনিকের ছেলের মৃত্যু পঞ্চগড় ল্যান্ডকো সোলার কম্পানি লিঃ এর ল্যান্ড প্রপার্টি মাঠ কর্মীর উপর হামলার অভিযোগ উপজেলা পরিষদ নিবার্চনে ভোট কারচুপির অভিযোগে সংবাদ সন্মেলন রাফার পূর্বদিকের অর্ধেক এলাকা ঘিরে রেখেছে ইসরায়েলি ট্যাঙ্ক




জিম্বাবুয়ে সিরিজে খেলবেন সাকিব?

জিম্বাবুয়ে সিরিজে খেলবেন সাকিব?

স্পোর্টস ডেস্ক :
সাকিবের জিম্বাবুয়ে সিরিজ খেলা না খেলা নিয়ে চলছে নানা আলোচনা। এই সিরিজের জন্য গত মঙ্গলবার ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের নাম নেই। সাকিবের না থাকা নিয়ে তখন ব্যাখাও দিয়েছিলেন প্রধান নির্বাচক। এবার এই সিরিজে খেলা প্রসঙ্গে কথা বললেন সাকিব নিজেই।

লিপু জানিয়েছিলেন, সাকিব দেশে ফিরে শুরুতে ডিপিএলে দুই-তিনটা ম্যাচ খেলবেন। একই সঙ্গে তার ফিটনেস পরীক্ষা নেবে বিসিবি। এরপর সব ঠিক থাকলে জিম্বাবুয়ে সিরিজের শেষের দিকে খেলবেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে জিম্বাবুয়ে সিরিজে খেলা নিয়ে সাকিব বলেন, ‘আমেরিকায় থাকলে ফেসবুকে বেশি সময় কাটানো হয়, দেশে থাকলে সময় পাই না। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব দেখলে আমার একটু হাসিই পায় যে, মানুষ কত রকম চিন্তা করতে পারে। যা হয়েছে বিসিবি আর আমার আলোচনার মধ্যেই হয়েছে। কারণ, আমাদের অন্যান্য খেলোয়াড়দেরও দেখা জরুরি। বিভিন্ন ধরনের কম্বিনেশন তৈরি করতে হলে আমাদের কী অবস্থায় থাকতে হবে, সে প্রস্তুতিটা নিতে পারি।’

‘জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব। দেশে হয়তো এ নিয়ে একটা কনফিউশন চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটা নিয়ে কথা চলছে যে আমি জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে খেলব না, ডিপিএল খেলব…আসলে কোচ-অধিনায়ক সবার সঙ্গে আগে কথা বলে রেখেছিলাম। কোচ বলেছিলেন দুটো ম্যাচ খেললেই হবে। এরপর অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা বলি, তারা বলেছে দুটো না তিনটা ম্যাচ খেলো, তাহলে আমাদের জন্য ভালো হয়। আমি বলেছি সমস্যা নেই। এটাই সিদ্ধান্ত হয়েছে, যেটা নিয়ে দেশে এত কনফিউশন দেখতে পাচ্ছি। খুবই অবান্তর আলোচনা।’

এর আগ প্রধান এই নির্বাচক লিপু বলেছিলেন, ‘সাকিব বাংলাদেশে আসলে সম্ভাবনা আছে ডিপিএলে একটা-দুইটা ম্যাচ খেলার। তারপর আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন। সেখানে স্কিল অনুশীলনের সুযোগ থাকবে। টিম ম্যানেজমেন্ট যেভাবে চায়, তিনি যেভাবে চান। তারপর অবশ্যই চাইব যে টি-টোয়েন্টি ম্যাচ যেহেতু পাঁচটা, শেষের দিকে তিনি যেন খেলেন।’

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com