মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
রংপুরে প্ল্যানইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ৩০ বছর উদযাপন কুতুবদিয়ায় নোঙর ফেলেছে এমভি আবদুল্লাহ হুয়াওয়ের ক্লাউড সেবা ব্যবহার করবে উৎকর্ষ যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ, ৫০ অধ্যাপক গ্রেপ্তার লালমনিরহাটে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ফুলবাড়ীতে বিশ্ব মা দিবস পালিত হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ডোমারে আধুনিকায়ন পৌর কাঁচাবাজার নির্মাণকাজের শুভ উদ্বোধন ডোমারে নির্বাচনী ফলাফল কক্ষ ভাংচুরের মামলায় পৌর আ”লীগের সাধারণ সম্পাদক ময়নুল গ্রেফতার রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখবে




সংসদ সদস্যরা উপজেলা প্রার্থীর হয়ে প্রচারনা করলে ব্যবস্থা নেওয়া হবে- ইসি রাশেদা

সংসদ সদস্যরা উপজেলা প্রার্থীর হয়ে প্রচারনা করলে ব্যবস্থা নেওয়া হবে- ইসি রাশেদা

কাওছার মাহমুদ,লালমনিরহাট জেলা প্রতিনিধি :
আইন অনুযায়ী একজন সংসদ সদস্য তার নিজ এলাকায় অবস্থান ও ভোট প্রদান করতে পারবেন। তবে কোনো প্রার্থীর পক্ষ হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা করার প্রমান পেলে সংসদ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

শনিবার(২৭ এপ্রিল) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক মিলনায়তন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইসি রাশেদা।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, প্রতিটি প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলতে হবে। ভোটের সাথে সম্পৃক্ত আমাদের সকলেকেও আইনের মধ্যেে দায়িত্ব পালন করতে হবে। এসময় আইনশৃঙ্খলা বাহিনী, রিটার্নিং কর্মকর্তাসহ সকলে নিরপেক্ষ থাকারও আহবান জানান। তিনি বলেন, ভোট সুষ্ঠু করতে প্রয়োজনী সকল প্রস্তুতি রয়েছে। ভোটারগণ কেন্দ্র এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

এর আগে লালমনিরহাটের পাঁচ উপজেলার উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী, সম্ভাব্য প্রার্থীদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর,অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক এস এম রশিদুল হক সহ ৩ জেলার জেলা প্রশাসক,পুলিশ সুপার,বিজিবির অধিনায়ক সহ প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com