সোমবার, ১৩ মে ২০২৪, ০৫:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
ডোমারে নির্বাচনী ফলাফল কক্ষ ভাংচুরের মামলায় পৌর আ”লীগের সাধারণ সম্পাদক ময়নুল গ্রেফতার রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখবে এসএসসির ফলপ্রকাশ ডোমারে জিপিএ-৫ পেয়েছে ২শত ৫৭ জন লালমনিরহাটে পাঠদান চলাকালীন সময়ে বিদ্যালয় আগুন,দুটি শ্রেণীকক্ষ পুড়ে ছাই ডোমারে ছমির উদ্দিন পোকালাগা পীর সাহেবের ওরশ শরীফ উপলক্ষে দোয়া মাহফিল ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী পুনরুজ্জীবিত করতে অভিযান সুন্দরগঞ্জে সড়ক তো নয় যেন বাড়ির উঠান! ঝুঁকিতে পথচারি ও যানবাহন লম্বা কোটে বেবি বাম্প লুকোনোর চেষ্টা ক্যাটরিনার ‘মার্কিন অস্ত্র ব্যবহার করে ইসরায়েল গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে’ ‘তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য’




পঞ্চগড় শালবাহান পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম এর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

পঞ্চগড় শালবাহান পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম এর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড় তেতুলিয়া উপজেলা শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ এর বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, শালবাহান ইউনিয়ন পরিষদ কর্তৃক মরিচ এবং সুপারী কেনা-বেচায় অতিরিক্ত ট্যাক্স আদায় করায় ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও সচিব আমিনুল ইসলামকে কৈফৎ তলব করেছে তেতুলিয়া উপজেলা প্রশাসন।

গত অর্থবছরে শুকনা মরিচ ব্যবসায়ীদের কাছ থেকে ইউনিয়ন ট্যাক্স বাবদ প্রতি ট্রাকে ২০০ টাকা আদায় করা হলেও নতুন সংশোধিত বাজেটে ট্রাক প্রতি ট্যাক্স নির্ধারণ না করে, ঢোপ প্রতি ৩০ টাকা করা হয়েছে এতে প্রতি ট্রাকে প্রায় ৬ হাজার টাকা ট্যাক্স আসবে বলছে অভিযোগ জানান ব্যবসায়ীরা, এর প্রতিবাদে ব্যবসায়ীরা মরিচ কেনাবেচা বন্ধ রাখে। এদিকে সুপারি ব্যবসায়ীদের কাছেও ট্রাক প্রতি ট্যাক্স নির্ধারণ না করে, বস্তা প্রতি ২০ টাকা ট্যাক্স নির্ধারণ করা হয়েছে।

প্রশাসন কর্তৃক প্রেরিত চিঠিতে ৫ কার্যদিবসের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অতিরিক্ত ট্যাক্স আদায়ের কারণ ব্যাখ্যা করার নির্দেশ দেয়েছেন । উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি স্বাক্ষরিত ঐ চিঠিতে অতিরিক্ত খাজনা আদায়ের বিষয়টি প্রমাণিত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বার্ষিক পর্যালোচনা করে দেখা যায় ইউনিয়ন পরিষদ কর্তৃক ধার্য্যকৃত ট্যাক্স পাথর বালি, ধান, গম, ভুট্টা, তিল, পাট, মরিচ, ছাগল, গরু, মহিষ, সুপারি, মুরগি, হকার ইত্যাদির ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ আদর্শ কর তফসিল যথাযথভাবে অনুসরণ পূর্বক নির্ধারণ করা হয়নি৷

অপরদিকে পাথর, বালু, গরু-মহিষ, ধান, গম, ভুট্টা, তিল,পাটের ক্ষেত্রে ট্রাক প্রতি ট্যাক্স ধার্য করা হলেও শুধু মাত্র মরিচ ও সুপারী ক্ষেত্রে বস্তা প্রতি ট্যাক্স ধার্য করা হয়েছে। আইন অনুযায়ী প্রনয়নকৃত বাজেটের ত্রুটি সমূহ সংশোধনের ৩০ দিন সময় হলেও নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার আগেই ট্যাক্স আরোপ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে ।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com