রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন




পঞ্চগড়ে সিসিটিভি ক্যামেরায় সনাক্ত করে নেপালি ব্যক্তির মালামাল উদ্ধার

পঞ্চগড়ে সিসিটিভি ক্যামেরায় সনাক্ত করে নেপালি ব্যক্তির মালামাল উদ্ধার

মোঃ তোতা মিয়া পঞ্চগড় জেলা প্রতিনিধি :
সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমনে পঞ্চগড় পুলিশের ভূমিকা অপরিসীন সিসিটিভি ক্যামেরার ফুটেজের মাধ্যমে শনাক্ত করে দুই নেপালিয়ান ব্যক্তির হারিয়ে যাওয়া মালামাল উদ্ধার ও হস্তান্তরঃ গত ১৫-০৪-২০২৪ রোজ সোমবার পঞ্চগড় জেলায় দুইজন নেপালি নাগরিকের হ্যান্ডব্যাগ, ল্যাপটপ, পাসপোর্ট ভিসার কাগজ সহ অন্যান্য মূল্যবান জিনিস অটো রিক্সার মধ্যে হারিয়ে যায়, উক্ত বিষয়ে পঞ্চগড় সদর থানাকে অবহিত করিলে এ বিষয়ে পুলিশ সুপার মহোদয় কে অবগত করেন। পুলিশ সুপার মহাদয়ের নির্দেশক্রমে সদর থানার এসআই জনাব মোঃ সাহিদুর রহমান এর নেতৃত্বে পুলিশ অফিস মিডিয়া সেলের সহায়তায় পঞ্চগড় স্থাপিত জেলা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা গুলো চেক করে অটো রিক্সাটিকে সনাক্ত করা হয়। উক্ত আটো চালককে জিজ্ঞাসাবাদ করলে সে এ বিষয়ে কিছুই বলতে পারে না এর আগে অন্য এক চালক অটো রিকশাটি চালিয়েছিল। বর্তমান চালকের সহযোগিতায় পূর্বের চালকের বাড়িতে গেলে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার কাছ থেকে উক্ত হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ মালামাল গুলো উদ্ধার করা হয়। এবং পরবর্তীতে বিদেশি নেপালিয়ন নাগরিকদেরকে তাদের মালামাল বুঝিয়ে দেওয়া হয়। উক্ত মালামালগুলো প্রাপ্ত হয়ে বিদেশি নাগরিকগণ অনেক খুশি হন এবং বাংলাদেশ পুলিশ, পুলিশ সুপার পঞ্চগড় মহোদয় সহ জেলা পুলিশ পঞ্চগড়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com