সোমবার, ২০ মে ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন




কুষ্টিয়ায় লাঠিখেলা উৎসব

কুষ্টিয়ায় লাঠিখেলা উৎসব

কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিখেলা। লাঠিয়াল ওস্তাদ ভাই লাঠিখেলা উৎসব ও লোকজ মেলার আয়োজন করে বাংলাদেশ লাঠিয়াল বাহিনী।

বুধবার বেলা ৩টায় শুরু হওয়া কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে তিনদিনের এ গ্রামীন খেলা চলবে শনিবার পর্যন্ত।
লাঠিখেলা আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির কুমার রায়।তিনদিনের এ আয়োজনে দিনব্যাপী লাঠিখেলার পাশাপাশি চলছে গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

দেশের বিভিন্ন এলাকা থেকে এবার এ লাঠিখেলায় ২৬টি লাঠিয়াল দল অংশগ্রহণ করছেন। এতে ৩৭৮জন পুরুষ ও নারী লাঠিয়ালরা তাদের লাঠিখেলার কসরত প্রদর্শন করবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তাজু জানান, লাঠিখেলা গ্রাম বাংলার ঐতিহ্যের একটি প্রতীক। বাংলাদেশ লাঠিয়াল বাহিনী এখনো তাদের ঐতিহ্য ধরে রেখেছে। কুষ্টিয়ায় ওস্তাদ ভাই লাঠিখেলা উৎসব ও লোকজ এ মেলার আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে ঐতিহ্য ধরে রাখা এবং লাঠিখেলা সর্ম্পকে ধারণা দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে লাঠিলাল দল এবং দর্শকরা আসছেন এই উৎসবে। আগামী শনিবার রাত ১০টায় এ খেলার আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com