রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:২১ পূর্বাহ্ন




পীরগাছায় প্রশাসনের ৪ কর্মকর্তা করোনা আক্রান্ত

পীরগাছায় প্রশাসনের ৪ কর্মকর্তা করোনা আক্রান্ত

তাজরুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলা প্রশাসনের ৪ জন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন। তারা হচ্ছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আরা ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আজিজ, উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা সুমি আক্তার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি (গোপন শাখা) রেজাউল করিম।
আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, গত রোববার এসিল্যান্ড জান্নাত আরা ফেরদৌস এবং আজ সোমবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আজিজ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টেষ্ট দিলে পিসি আর ল্যাবে পরীক্ষায় তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে। অপরদিকে পীরগাছা হাসপাতালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের করোনা টেষ্ট করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি (গোপন শাখা) রেজাউল করিম আজ সোমবার এবং উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা সুমি আক্তার গত শনিবার করোনা আক্রান্ত হন।
ইউএনও জানান, আক্রান্ত কর্মকর্তাদের দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীকে করোনা টেষ্ট করতে নির্দেশ দেয়া হয়েছে। বর্তমানে করোনা আক্রান্ত ওই ৪ কর্মকর্তা নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে গতকাল সোমবার পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮ জনের শরীরে করোনা পরীক্ষা করে ১২ জনের করোনা সনাক্ত হয়। এছাড়াও গতকাল সোমবার পর্যন্ত পীরগাছা উপজেলায় ৩৪৯ জন রোগীর মধ্যে ৫৮ জন হাসপাতাল এবং নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে। এ যাবত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৮ জন

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com