বুধবার, ০৮ মে ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন




স্ত্রী হত্যার দায়ে ১০ বছর সাজাপ্রাপ্ত , ১৭ বছর পর গ্রেফতার

স্ত্রী হত্যার দায়ে ১০ বছর সাজাপ্রাপ্ত , ১৭ বছর পর গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :
কাউনিয়ায় স্ত্রী হত্যার দায়ে আদালতের দেয়া ১০ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি শহিদুল ইসলামকে কাউনিয়া থানা পুলিশ ১৭ বছর পর গত শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
কাউনিয়া থানা সূত্রে জানাগেছে, উপজেলার আরাজী হরিশ্বর গ্রামের এন্তার আলীর পুত্র মোঃ শহিদুল ইসলাম স্ত্রীকে ১৭ বছর আগে হত্যা করে। এ ব্যাপারে তৎকালে রংপুরের নারী শিশু নির্যাতন দমন আদালতে একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। মামলায় স্বাক্ষ্য প্রমাণে শহিদুল ইসলাম দোষী সাব্যস্ত হলে আদালত আসামির অনুপস্থিতিতে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করে। ১৭ বছর পলাতক থাকা আসামিকে পুলিশ হন্যে হয়ে খুঁজছিল। অবশেষে তথ্য প্রযুক্তির সাহার্য্য লালমনিরহাটের হাতীবান্ধা থানা এলাকা থেকে শহিদুল ইসলামকে কাউনিয়া থানা পুলিশ হাতিবান্ধা থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com