রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন




নবাবগঞ্জে আদিবাসীদের সহরায় উৎসব উদযাপন : পুরস্কার বিতরন

নবাবগঞ্জে আদিবাসীদের সহরায় উৎসব উদযাপন : পুরস্কার বিতরন

স্টাফ রিপোর্টার :
দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসীদের ঐতিহৃবাহী সহরায় উৎসব উদযাপিত হয়েছে। বুধবার নবাবগঞ্জ উপজেলার আদিবাসী বেষ্টিত এলাকা খাটাংপাড়ায় এ উৎসবের আয়োজন করা হয়। নবাবগঞ্জ প্রসপারিটি প্রকল্প পরিচালিত যুব ফোরাম এ উৎসবের আয়োজন করে। দিনব্যাপী উৎসবে সাংস্কৃতিক প্রতিযোগীতার মধ্যে গান, নৃত্য, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজানো প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহি খেলাধুলার মধ্যে তীর-ধনুক, দেয়াল লেপন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

এছাড়া পুষ্টি ফেস্টিভালের আয়োজন করা হয়। উৎসবে দিনাজপুর, রংপুর, রাজশাহী, গাইবান্ধা থেকে আদিবাসীরা অংশগ্রহন করে। এতে এলাকায় উৎসবের রব পড়ে। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। খাটাংপাড়া মাঞ্জহী পরিষদের সভাপতি শ্রীজল হাঁসদার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রাম বিকাশ কেন্দ্রর সোস্যাল ডেভেলপমেন্ট পরিচালক সারা মারান্ডি, বিরামপুর আদিবাসি বহুমুখি সমবায় সমিতি লিমিটেড এর চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম দিনাজপুরের সভাপতি শ্যামল মার্ডী, খটখটিয়া কৃষ্মপুর যুব উন্নয়ন ক্লাবের সভাপতি উজ্জল হোসেন, খটখটিয়া কৃষ্মপুর যুব উন্নয়ন ক্লাবের সহ-সভাপতি ফিলিমন হাঁসদা।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com