শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন




১৭ দিনেও মমতাকে উদ্ধার করতে পারেনি পীরগঞ্জ থানা পুলিশ

১৭ দিনেও মমতাকে উদ্ধার করতে পারেনি পীরগঞ্জ থানা পুলিশ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
অপহরনের ১৬ দিন পরেও মমতাকে উদ্ধার করতে পারলনা পীরগঞ্জ থানা পুলিশ। এ বিষয়ে থানায় অভিযোগ দিলেও অপহরকারীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়নি। উদ্বেগ-উৎকন্ঠায় মমতার পরিবার ও সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিরা। থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচগাছি ইউনিয়নের এনায়েতপুর দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ও একই গ্রামের মজনু মিয়ার নাবালিকা কন্যা মমতা (১৫) কে ইউনুস আলীর পুত্র আবু তালহা (২০) ও সাদেক আলীর পুত্র নয়ন মিয়া (১৭) গত ১৫ ই নভেম্বর রাত ৮ ঘটিকার সময় মমতা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ঘরের বাহিরে আসলে উল্লেখিত আসামীগণ ছাড়াও বেশ কয়েকজন ব্যক্তি মমতার মুখ চেপে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে মটর সাইকেলে উঠিয়ে অজানার উদ্দেশ্য পাড়ি দেয়। ঘটনাটি পাশ্ববর্তী বাড়ির সাজু মিয়া, নাজমিনা বেগম, রহিদুল ইসলাম সহ অনেকেই অপহরনের বিষয়টি দেখে ফেললে তাদেরকে ভয় ভীতি দেখিয়ে বিদায় করে দেয়। সেদিন রাতেই পরিবারের লোকজন মমতাকে বিভিন্ন স্থানে খোজাখুজি করে পরের দিন ১৬ই নভেম্বর দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫/৬ কে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দাখিল করে। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিয়নের বিট পুলিশিং এসআই আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে ঘটনার এক পক্ষকাল অতিবাহিত হলেও মমতাকে উদ্ধার করা দুরের কথা অভিযুক্তদের নামে থানায় মামলাও দায়ের হয়নি। এ বিষয়ে ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যের সাথে কথা হলে তারা বলেন ঘটনাটি শুনে তাদের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু অপহরনকারী পরিবারের লোকজনরাই উল্টো মামলা দায়ের করার কথা আমাকে বলেছে। কিন্তু মমতা অপহরনের মামলা এতদিনেও কেন হলোনা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীরের সাথে কথা হলে তিনি বলেন ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি অপহরন নয়, প্রেম ঘটিত বিষয়। এর পরেও মমতার বাবা যদি মামলা করে তাহলে তাদের মামলা নিয়মিত রুজু করা হবে। এতদিনেও মামলা গ্রহন করা কেন হলোনা এ বিষয়ে কথা হলে তিনি বিষয়টি এরিয়ে যান। মমতার পরিবার, এলাকার জনপ্রতিনিধি, সুশীল সমাজের লোকজন জরুরী ভিত্তিতে অভিযুক্তদের নামে মামলা দায়ের করে দৃষ্টান্তমূলক আইনানুগ শাস্তি দাবী করেছে।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com