মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন




সুন্দরগঞ্জের কাপাসিয়া ইউনিয়ন বানভাসিদের মাঝে এমপি শামীমের ত্রাণ বিতরণ

সুন্দরগঞ্জের কাপাসিয়া ইউনিয়ন বানভাসিদের মাঝে এমপি শামীমের ত্রাণ বিতরণ

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) কাপাসিয়া ইউনিয়নের বিভিন্ন চরে ব্যক্তিগত তহবিল হতে ৫ হাজার বানভাসির মাঝে চাল ও চিড়া বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, কাপাসিয়া ইউনিয়ন জাপার সভাপতি জালাল উদ্দিন, উপজেলা যুবসংহতির সভাপতি রেজাউল ইসলাম রানা, স্বেচ্ছাসেবক পাটির সভাপতি সরওয়ার হোসেন বাবু, কৃষক পাটির সভাপতি গোলাম মোস্তফা, ছাত্র সমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন, এমপির বিশেষ সহকারি নুর মোহাম্মদ রাফিসহ উপজেলা জাপা ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
অবিরাম বর্ষন এবং উজান থেকে নেমে আসা ঢলে দ্বিতীয় দফার বন্যা পরিস্থিতি বর্তমানে অপরিবর্তিত রয়েছে। কিন্তু নদী ভাঙন অব্যাহত রয়েছে। টানা অবিরাম বর্ষন এবং উজানের ঢলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর, কঞ্চিবাড়ি, শান্তিরাম, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় দফা বন্যা দেখা দেয়। পানি কমতে শুরু করলেও গত রোববার দিবাগত রাত হতে বাড়তে শুরু করেছে। উপজেলার বিভিন্ন চরে বন্যার তেমন কোন অগ্রগতি হয়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফা বন্যায় উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন চরের কমপক্ষে ১২ হাজার পরিবারের ৫০ হাজার মানুষ পানিবন্ধি হয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com