সোমবার, ১৩ মে ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
ডোমারে নির্বাচনী ফলাফল কক্ষ ভাংচুরের মামলায় পৌর আ”লীগের সাধারণ সম্পাদক ময়নুল গ্রেফতার রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখবে এসএসসির ফলপ্রকাশ ডোমারে জিপিএ-৫ পেয়েছে ২শত ৫৭ জন লালমনিরহাটে পাঠদান চলাকালীন সময়ে বিদ্যালয় আগুন,দুটি শ্রেণীকক্ষ পুড়ে ছাই ডোমারে ছমির উদ্দিন পোকালাগা পীর সাহেবের ওরশ শরীফ উপলক্ষে দোয়া মাহফিল ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী পুনরুজ্জীবিত করতে অভিযান সুন্দরগঞ্জে সড়ক তো নয় যেন বাড়ির উঠান! ঝুঁকিতে পথচারি ও যানবাহন লম্বা কোটে বেবি বাম্প লুকোনোর চেষ্টা ক্যাটরিনার ‘মার্কিন অস্ত্র ব্যবহার করে ইসরায়েল গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে’ ‘তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য’




সুন্দরগঞ্জে তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত ডুবে গেছে বসতবাড়ি ও ফসলি জমি

সুন্দরগঞ্জে তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত ডুবে গেছে বসতবাড়ি ও ফসলি জমি

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

উজান থেকে নেমে আসা ঢল এবং অবিরাম বর্ষনে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বসতবাড়িসহ ডুবে গেছে উঠতি তোষাপাট এবং নানাবিধ ফসলের ক্ষেত। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর,  শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তার নদীর বিভিন্ন চরে কমপক্ষে ৬ হাজার পরিবার পানিবন্ধি হয়ে পড়েছে।  রোববার বিকাল হতে হঠাৎ পানি বৃদ্ধি পেতে থাকে। গত ৪৮ ঘন্টায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। হরিপুর চরের কৃষক আব্দুল ওয়াহেদ জানান, গত মঙ্গলবার সকালে তার ঘরের ভিতরে হাটু পানি উঠছে। এছাড়া তার ৩ বিঘা জমির তোষাপাট এবং ১ বিঘা জমির বাদাম ক্ষেত ডুবে গেছে। হরিপুর  ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি জানান, তাঁর ইউনিয়নের কমপক্ষে ৮ পরিবার পানিবন্ধি হয়ে পড়েছে। তিনি বলেন পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী ২৪ ঘন্টায় হাজার হাজার পরিবার পানি বন্ধি হয়ে পড়বে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ জানান, গত ৪৮ ঘন্টায় ৬ একর জমির তোষাপাট ক্ষেত পানিতে ডুবে গেছে। উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান জানান, গত মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ডের তথ্য মোতাবেক উপজেলার বিভিন্ন পয়েন্টে ২২ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। যা বিপদসীমার খুব কাছাকাছি। তবে এখন পর্যন্ত পানিবন্ধি পরিবারের তালিকা নিরুপন করা হয়নি।        

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com