মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
রংপুরে প্ল্যানইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ৩০ বছর উদযাপন কুতুবদিয়ায় নোঙর ফেলেছে এমভি আবদুল্লাহ হুয়াওয়ের ক্লাউড সেবা ব্যবহার করবে উৎকর্ষ যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ, ৫০ অধ্যাপক গ্রেপ্তার লালমনিরহাটে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ফুলবাড়ীতে বিশ্ব মা দিবস পালিত হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ডোমারে আধুনিকায়ন পৌর কাঁচাবাজার নির্মাণকাজের শুভ উদ্বোধন ডোমারে নির্বাচনী ফলাফল কক্ষ ভাংচুরের মামলায় পৌর আ”লীগের সাধারণ সম্পাদক ময়নুল গ্রেফতার রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখবে




লালমনিরহাটে সালাম না দেয়ায় সরকারি কর্মকর্তাকে পেটাল সাবেক চেয়ারম্যান

লালমনিরহাটে সালাম না দেয়ায় সরকারি কর্মকর্তাকে পেটাল সাবেক চেয়ারম্যান

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি :
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সালাম না দেয়ায় সরকারি এক কর্মকর্তাকে পিটিয়ে আহত করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান।
সিঙ্গিমারী ইউপির সাবেক চেয়ারম্যান এম.জি মোস্তফার বিরুদ্ধে হাতীবান্ধা এলজিইডি’র এলসিএস মনিটরিং অফিসার খন্দকার আব্দুর রাজ্জাককে পেটানোর অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটে এ ঘটনা ঘটে। তবে মারধরের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন এম জি মোস্তফা।

এ প্রসঙ্গে আহত আব্দুর রাজ্জাক বলেন, আমি উপজেলা পরিষদ গেটে দাঁড়িয়েছিলাম। এ সময় সিঙ্গিমারী ইউপির সাবেক চেয়ারম্যান এম জি মোস্তফা এসে আমাকে বলতে থাকে ‘ওই বেয়াদব আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তুই আমাকে সালাম দিলি না কেন’।

এ কথা বলার পরই পাশে থাকা তার ভাই ও একজন ইউপি সদস্য আমাকে মারধর শুরু করেন। পরে স্থানীয়রা আমাকে আহত অবস্থায় উদ্ধার করেন। চিকিৎসা শেষে আমার উদ্ধর্তন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন ও উপজেলা প্রকৌশলী নজীর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ইউপি চেয়ারম্যানসহ জড়িতদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক বলেন, হাতীবান্ধার ইউএনও বিষয়টি ফোনে অবগত করেছেন। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com