রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন




কারমাইকেল কলেজের শতবর্ষ অনুষ্ঠান নিয়ে সংবাদ সম্মেলন

কারমাইকেল কলেজের শতবর্ষ অনুষ্ঠান নিয়ে সংবাদ সম্মেলন

রেজাউল করিম :
উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কারমাইকেল কলেজ এর শতবর্ষ অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে শতবর্ষ উদযাপন কমিটি ও কলেজ প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেলে কারমাইকেল কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শতবর্ষ অনুষ্ঠানের সম্ভাব্য আয় ও ব্যয় এবং আয়ের খাত ও ব্যয়ের খাত নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় কারমাইকেল কলেজের শতবর্ষ অনুষ্ঠান ভালোভাবে উদযাপনের স্বার্থে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, শতবর্ষ অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে নিবন্ধন করেন শিক্ষক ৩৩৯ জন, প্রাক্তন শিক্ষার্থী ১৫৭৫ জন এবং বর্তমান শিক্ষার্থী ১১ হাজার ৫ শত ৪৭ জন মিলে মোট ১৩ হাজার ৪ শত ৬১ জন। নিবন্ধন থেকে আয় ৮৬ লাখ ৪৪ হাজার ৫ শত টাকা, স্পন্সর থেকে আয় ৪ লাখ এবং নিবন্ধনের টাকা ব্যাংকে জমা রাখায় তাঁর লাভসহ মোট ৯৭ লাখ ৩৭ হাজার টাকা। অনুষ্ঠান সফল করতে নিবন্ধিতদের ২৭ ও ২৮ ডিসেম্বর নিজ নিজ বিভাগ থেকে প্রয়োজনীয় জিনিষপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। সেই সাথে ম্যানুয়াল হিসেবে ৬ শত টাকা হারে নিবন্ধন ফি জমা দেয়ায় বর্তমান ৯৪ জন শিক্ষার্থীকে অতিরিক্ত ১ শত টাকা করে ফিরত প্রদান করা হবে। দিনব্যাপী শতবর্ষ অনুষ্ঠানে ঢাকা থেকে জলের গান ও ব্যান্ড এলআরবি এবং রংপুরের স্থানীয় বেতার শিল্পী গান পরিবেশন করবেন। সংবাদ সম্মেলনে লিখিত সম্ভাব্য আয় ও ব্যয়ের হিসেব তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন কারমাইকেল কলেজ শতবর্ষ অনুষ্ঠান উপ-কমিটির সদস্য সচিব সহযোগি অধ্যাপক আখতারুজ্জামান চৌধুরী। বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ আনোয়ার হোসেন, কারমাইকেল কলেজের সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া। সংবাদ সম্মেলনে রংপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য আগামী ২৯ ডিসেম্বর রবিবার কারমাইকেল কলেজের শতবর্ষ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com