রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১২:২৩ অপরাহ্ন
কাউনিয়া রংপুর প্রতিনিধি :
রংপুর: টানা বৃষ্টি ও উজানের ঢলের পানিতে হু হু করে তিস্তায় বাড়ছে পানি। ইতিমধ্যে রংপুরের কাউনিয়ায় তিস্তা পয়েন্টে ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্চে তিস্তার পানি।
এতে করে আশংকা দিয়েছে বড়ধরনের বন্যার।
শনিবার(২৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) রংপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম।
তিনি জানান, তিস্তার ডালিয়া ব্যারাজ পয়েন্টে গতকাল শুক্রবার দুপুর থেকে পানি আরো বাড়তে শুরু করে। এতে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম হয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর পর্যন্ত নদীতীরবর্তী এলাকার চর ও নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। ইতিমধ্যেই রংপুরের কাউনিয়ায় চর ঢুষমারা, হয়বৎখাঁ, আজমখাঁ, চর গনাই, বিশ্বনাথ, ও গাজিরহাটের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় শতাধিক পরিবার পানি বন্দি হয়ে পরেছে।
এদিকে কাউনিয়ায় সমতলে পর্যায়ক্রমে পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিগত ২৪ ঘন্টায় পানি বৃদ্ধি পেয়ে আজ দুপুর ১২ টায় ডালিয়া পয়েন্টের পানি সমতল ৫২.০৫ সেন্টিমিটার (বিপদসীমার ১০ সে.মি. নিচে) ও কাউনিয়া পয়েন্টে ১২ টায় ২৯:২০ সে.মি (বিপদসীমার ৪৫সে.মি. উপরে) প্রবাহিত হচ্ছে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম জানান তিস্তার উজানে ভারি বৃষ্টিপাতের কারণে গতকাল থেকে পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। তবে ডালিয়া পয়েন্টে পানি কমতে শুরু করলেও কাউনিয়া পয়েন্টে বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরো জানান, উজানে পানি বাড়লে পরিস্থিতির আরো অবনতি হতে পাড়ে। বাড়তে পারে নদীভাঙনের তীব্রতাও।