রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১২:২৫ অপরাহ্ন
মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডোমারে শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় বাছাইয়ের নাম করে ২০(বিশ) টাকা করে আদায় করছেন শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলাম।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে ডোমার পৌর এলাকার ৩নং ওয়ার্ড অবস্থিত শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। উক্ত বিদ্যালয়ে পঞ্চম শ্রেনীতে রবীন্দ্র ও নজরুল গ্রুপে প্রায় দুইশত ২৫ জন শিক্ষার্থী রয়েছে।বৃত্তি পরীক্ষা বাছাই করার লক্ষ্যে শিক্ষার্থী প্রতি ২০ (বিশ) টাকা করে প্রায় পাঁচ হাজার টাকা আদায় করেন প্রধান শিক্ষক মাইদুল ইসলাম। ইতিমধ্যে সরকার বৃত্তি পরীক্ষা বাতিল ঘোষণা করলেও অদ্যবদি (১৭ই আগষ্ট) পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে কোন টাকা ফেরত দেওয়া হয় নাই।
এ রকম কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে স্টাফ মিটিং করে শিক্ষক নুর আক্তার সুমী ও প্রদীপ চন্দ্র রায়কে ক্যাশিয়ার হিসাবে দায়িত্ব প্রদান করা হয়। যদিও প্রাথমিক বিদ্যালয়ে এধরনের নিয়ম নেই।
এছাড়াও বিভিন্ন সময়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে শিক্ষকদের সংগে প্রায় সময় খারাপ আচরণ করেন প্রধান শিক্ষক। গত ১৫ ই আগষ্ট প্রতিযোগিতাকে কেন্দ্র করে শিক্ষক আঞ্জুমান আরা রহমান ইতি ও মনিরা বেগমের সংগে প্রধান শিক্ষক খারাপ আচরণ করেছেন বলে ও তারা জানান।
টাকা নেওয়ার বিষয়ে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নজরুল শাখার এনায়েতুল ইসলাম মঈন, রোল-১৯, তাজনীম রোল- ৩, জান্নাতুন আক্তার রোল-১৩, রবীন্দ্র শাখার ওয়াফা বীনতে মেহেদী রোল-২, তাওহীদ ইসলাম রোল-২৭ এরা সবাই বৃত্তি বাছাই পরীক্ষার জন্য ২০(বিশ)টাকা করে দেওয়ার কথা এবং সত্যতা নিশ্চিত করেন। এর পাশাপাশি শিক্ষক নুর আক্তার সুমী ও প্রদীপ চন্দ্র রায় তারা ২ জনে ক্যাশিয়ার হিসাবে দায়িত্ব পালন করার কথাও স্বীকার করেন।
টাকা নেওয়ার বিষয়ে প্রধান শিক্ষক মাইদুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান,বৃত্তি বাছাই পরীক্ষা কোচিং এর জন্য টাকা নেওয়া হয়েছে। টাকা ফেরত দেওয়া হবে।
এবিষয়ে শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদ মাহমুদ উজ্জ্বল বলেন আমি দেশের বাইরে(ইন্ডিয়ায়)থাকায় বিষয়টি সমন্ধে অবগত নই। এই মাত্র আমি বাংলাদেশে অবস্থান করলাম।
এবিষয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও ক্লাসটার অফিসার নজরুল ইসলাম জানান, এই বিষয়টি নিয়ে আরেকজনও ফোন করেছে আমি বাসে আছি রাতে ফোন দিয়েন এবিষয়ে কথা বলবো। তিনি আরও বলেন প্রধান শিক্ষক রবিবারে টাকা ফেরত দিবে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিবুল হাসান জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।