রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১০:৫৭ পূর্বাহ্ন




কুড়িগ্রামে ডিমের বাজারে ভোক্তা অধিকারের অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা

কুড়িগ্রামে ডিমের বাজারে ভোক্তা অধিকারের অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :
বেশি দামে ডিম, ভাউচার না দেয়া, মূল্য তালিকা না থাকার দায়ে কুড়িগ্রাম জেলার জিয়া বাজার এবং আদর্শ পৌর বাজার এলাকায় একাধিক দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

১১ আগস্ট (শুক্রবার) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এবং কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয় এ তদারকি অভিযান পরিচালনা করা হয়।

এসময় ক্রয়- বিক্রয় রশিদ সংরক্ষণ না করা, মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে জিয়া বাজারে অবস্থিত শমসের ডিম ঘরকে ১ হাজার টাকা, আদর্শ পৌর বাজারে অবস্থিত বাবা মায়ের দোয়া বাণিজ্য ভাণ্ডারকে ৫’শ টাকা, মায়ের দোয়া বাণিজ্য ভাণ্ডারকে ১ হাজার টাকা, এম এম ডিম আড়তকে ৫’শ টাকা সর্বমোট ৪টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

কৃষি বিপণন কর্মকর্তা শাহীন আহমেদ এবং বাংলাদেশ পুলিশ, কুড়িগ্রাম সদর থানা এ অভিযানে সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান,জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com