রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১২:৩১ অপরাহ্ন




শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

শেরপুর প্রতিনিধি :
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে মোটরসাইকেল দুর্ঘটনায় রবিন (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ৯ জুন শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে পৌর শহরের উত্তর বাজারে শ্রীবরদী-ভায়াডাঙ্গা সড়কে ওই ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত রবিন গোশাইপুর ইউনিয়নের ভারেরা গ্রামের মাসুদুর রহমানের ছেলে। সে ঢাকার সরকারি বাংলা কলেজের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলো।

পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রবিন ঢাকা থেকে বাড়িতে আসে। শুক্রবার বিকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয় রবিন। বিকাল সাড়ে ৫ টার দিকে শ্রীবরদী পৌর শহরের উত্তর বাজার এলাকায় আসলে ব্যাটারিচালিত অটোরিকশার সাথে সংর্ঘষ হয়। এসময় তার মাথার খুলি ভেঙ্গে মগজ বের হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের লোকজন এসে রবিনের লাশ শনাক্ত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এব্যাপারে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ^াস বলেন, থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com