রবিবার, ১১ Jun ২০২৩, ০৫:৪৭ পূর্বাহ্ন
কাউনিয়া প্রতিনিধি :
রংপুরের কাউনিয়ায় ফুটবল খেলা কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আশিক নামের এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন কিশোর।
শুক্রবার (১৯ মে) রাত সাড়ে আটটার দিকে খেলা পরবর্তী এ ঘটনা ঘটে। নিহত আশিক কাউনিয়া হরিশ্বর রেল কলোনীর তফিল মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্তাছির বিল্লাহ।
ওসি জানান, বিকেলে মাঠে দুই গ্রুপের মধ্যকার ফুটবল খেলাকে কেন্দ্র করে রাত সাড়ে আটটার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই গ্রুপের মধ্যে কয়েকজন আহত হন। এরমধ্যে আশিক গুরতর আহত তাকে রংপুর মেডিকেলে পাঠানো হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিক মারা যান। আশিকের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্তাছির বিল্লাহ বলেন, এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। সেইসঙ্গে ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি। তবে ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। যারা দোষী তাদের গ্রেফতার করা হবে।