রবিবার, ১১ Jun ২০২৩, ০৭:৪৪ পূর্বাহ্ন
আসাদুজ্জামান স্টালিন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর জলঢাকায় জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে একটি রেলী শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে কেক কাটার পর স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানুল কবির সজীবের উপস্থিতিতে দিবসটির উপর বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা.মেসবাহুর রহমান প্রধান মেসবাহ,ডা. মামুন,ডা. আমীর আজম,ডা.নোমান, ডা.সাদিয়া পারভীন সোহানী,সিনিয়র স্টাফ নার্স তাছাদ্দুকুল ইসলাম জুয়েল,লিনা আক্তার প্রমূখ।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ‘ আমরা সেবার জন্য এখানে কর্মরত। আমরা মানব কল্যাণের জন্য সর্বদা নিবেদিত। ফলে স্বাস্থ্য সেবার উপর আমাদের যেমন কার্পণ্য নাই,তেমনি সরকারেরও সহযোগিতারও অভাব নাই। আমাদের নিরাপদ প্রসবের উপর আরও সচেতনতা বাড়াতে হবে। আমরা আমাদের অফিসিয়াল ডিউটি বাদেও বিভিন্ন সামাজিক পারিবারিক কর্মকান্ডে যাই। সেখানেও নিরাপদ প্রসব, শিশুদের সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতেই পারি। মানুষের কল্যাণ শুধু মাইকে প্রচারের মধ্যেই নয়,সামাজিক বিভিন্ন অনুষ্ঠানেও তুলে ধরে এগিয়ে আসা যায়। মনে রাখতে হবে দেহ সুস্থ থাকলে কল্যাণকর পরিবেশ সবখানে বিরাজ করা সম্ভব। ‘