রবিবার, ১১ Jun ২০২৩, ০৭:৪৫ পূর্বাহ্ন
আসাদুজ্জামান স্টালিন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর জলঢাকায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধার সন্তান কায়েস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আহবায়ক আসাদুজ্জামান স্টালিন।
এসময় উপস্থিত সন্তানদের উদ্দেশ্য প্রধান অতিথি স্টালিন বলেন, আমাদের মূল অঙ্গীকার হলো মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা। তাই সামনের দিনগুলোতে আমাদের সজাগ থাকতে হবে গুজব ছড়ানোসহ অপপ্রচারকারীদের বিরুদ্ধে। আমাদের পূর্ব পুরুষগণ যে আশা নিয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তাদের সে অর্জনের বিরুদ্ধে কেউ কথা বললে কোন ভাবেই আমরা মেনে নিবো না। মনে রাখতে হবে দেশ বিরোধী কেউ যদি কথা বলার চেষ্টা করে, সাথেই প্রতিবাদ। ৭মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির পিতার ভাষণে যেভাবে আমাদের বাপ- চাচাগণ দেশের জন্য ঝাপিয়ে পড়েছিল,তেমনি তার কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরাও পিছিয়ে থাকবো না।
এসময় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন আসাদুজ্জামান মানিক, আতাউল বারী আপেল, আজিজুল ইসলাম, সেলিনা বেগম,মিলনুর রহমান মিলন,মনিরুজ্জামান বাবু,লাম হোসেন প্রমূখ।