শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৪:৪৫ পূর্বাহ্ন
মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীর ডোমার থানা কর্তৃক এসআই সাকিল এবং এসআই সাব্বিরের নের্তৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে নেশাজাতীয় ৭০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ ২ যুবককে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশের অভিযানিক দল।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বেতগাড়া পানা সরকার বাজার এলাকার সামছুল হকের ছেলে সামিউল ইসলাম (২১) এবং ডোমার পৌরসভার ৬নং ওয়ার্ড পাঠানপাড়া এলাকার সফিয়ার রহমানের ছেলে রাব্বি ইসলাম(২৫)।
তারা বিক্রয়ের উদ্দেশ্যে টাপেন্ডাডল ট্যাবলেট নিজ হেফাজতে রাখায় তাদের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
থানাসুত্রে জানাযায় গতকাল শনিবার ২৮ জানুয়ারি বিকেলে ডোমার থানাধীন ০৭ নং বোড়াগাড়ি ইউনিয়নের মাহিগঞ্জ বাজারে সামিউল এর নিকট থেকে ৪০ পিচ এবং রাব্বির নিকট হইতে ৩০ পিচসহ সর্বমোট ৭০(সত্তর)পিচ নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ডোমার থানার এস আই আবু সাব্বির রাবু বাদী হয়ে ডোমার থানার মামলা নং -১২ (০১) ২৩ রুজু করেন।
এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন-নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।