মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন




প্রতি মাসেই বিদ্যুতের দাম সমন্বয় করা হবে

প্রতি মাসেই বিদ্যুতের দাম সমন্বয় করা হবে

নিউজ ডেস্ক :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, এখন থেকে প্রতি মাসেই বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। তিনি বলেন, সেচ মৌসুমে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেয়া হবে। এ সময়, সারাদিন পাম্প না চালিয়ে নির্দিষ্ট সময়ে পাম্প চালানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী।

শুক্রবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ১৪তম ডিআরএমসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৩ এর উদ্বোধন শেষে এসব কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতেই বিশ্ব বাজারের সাথে গ্যাসের দাম সমন্বয় করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে ভোলার গ্যাস বরিশাল হয়ে খুলনা পৌঁছে দেয়ার কাজ চলছে।

সেচের মৌসুমে লোডশেডিংয়ের বিষয়ে প্রশ্ন করা হলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, লোডশেডিংটা ওই রকম না। বিভিন্ন জায়গা থেকে আমরা ম্যানেজ করছি। সেচটা যাদের বাধাগ্রস্ত হচ্ছে তাদের জন্য যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ে সেচযন্ত্র চালান।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com