শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন




কাউনিয়া রেড ক্রিসেন্ট সোসাইটির পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন কর্মশালা অনুষ্ঠিত

কাউনিয়া রেড ক্রিসেন্ট সোসাইটির পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
রংপুরের কাউনিয়া মাধ্যমিকের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিয়ে পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকালে রংপুরের কাউনিয়া উপজেলার কাউনিয়া মহিলা ডিগ্রী কলেজ হল রুমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রংপুর ইউনিটের আয়োজনে ইউনিট পর্যায়ে মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের নিয়ে অর্ধ দিবস কর্মশালা বাস্তবায়ন এর লক্ষ্যে কাউনিয়া উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১০০ জন ছাত্র-ছাত্রী ও ০৫ জন শিক্ষক-শিক্ষিকা কে নিয়ে পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোঃ কাজল মাহমুদ । এসময় আর উপস্থিত ছিলেন কাউনিয়া মহিলা স্কুল এন্ড কলেজে রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস, কাউনিয়া হোসেন মোহাম্মদ সরকারি উচ্চ বিদ্যালয়ে রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোঃ হোসেন আলী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক মোঃ ফরহাদ আলম, জুনিয়র সহকারি পরিচালক শাকিলা আক্তার, রেড ক্রিসেন্ট সোসাইটির রংপুর ইউনিটের যুব প্রধান মোঃ রাব্বী ইসলাম, আরএফএল কমিটির সদস্য ও বিষয়ক প্রশিক্ষিত যুব সদস্য – হৃদয় কুমার লাল, নাদিরা আনিকা, অর্ক রায় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রংপুর ইউনিটের আওতাধীন কাউনিয়া উপজেলা দলের দলনেতা মোঃ মিজানুর রহমানসহ যুব সদস্যরা।
এ ধরনের কর্মশালা যুব সদস্যদের মধ্যে সুন্দর সুশৃংখলা ও সোসাইটির প্রতি ভালোবাসা সৃষ্টি করে, নিত্যনতুন শিক্ষা লাভে সহায়তা করে এবং ভবিষ্যৎ কর্মজীবনে নিজেকে তুলে ধরার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে মনে করেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com