রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১০:৫৯ পূর্বাহ্ন
পঞ্চগড় প্রতিনিধি :
তাপমাত্রা কিছুটা বাড়লেও মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে উত্তরের জেলা পঞ্চগড়ে। চলমান শৈত্যপ্রবাহের প্রভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে ছিন্নমূলসহ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষদের।
শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ৯ টায় সর্বনিম্ন ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস । আগামী সপ্তাহে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে।