শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন




পীরগাছায় চরাঞ্চলের ২ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ

পীরগাছায় চরাঞ্চলের ২ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি :
রংপুরের পীরগাছায় তিস্তা নদীর চরাঞ্চলে নদী ভাঙ্গনের শিকার গরীব, অসহায় শতীর্ত মানুষের পাশে দাড়িয়েছেন শিবদের চর নয়ারহাট মানব সেবা যুব সংগঠন। গতকাল বুধবার দুপুরে সংগঠনের পক্ষ থেকে চরাঞ্চলের অবহেলিত খেটে খাওয়া ২ শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। ওই এলাকার ৫০ জন চাকুরীজীবি ও প্রবাসী ব্যক্তিকে নিয়ে গঠিত এ সংগঠনটি সমাজ সেবা মূলক কাজের অংশ হিসেবে শীতার্ত মানুষের পাশে দাড়ান।

অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন হিসেবে নিজেদের বেতনের টাকায় পরিচালিত সংগঠনটি চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়নে ওই এলাকার কন্যা দায়গ্রস্থ, অসুস্থ, অভাবী, টাকার জন্য লেখাপড়া বন্ধ এমন পরিবারের পাশে দাড়ানোর পাশাপাশি গতকাল বুধবার শীতবস্ত্র বিতরণ করেন। এসময় বক্তব্য দেন, সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য শাহ মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক অবসর প্রাপ্ত সেনা সদস্য আব্দুল খালেক, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মাজিদ, সহ-সাধারন সম্পাদক সবুজ রানা প্রমুখ । কম্বল বিতরণ শেষে ওই এলাকার দুটি মসজিদ ও একটি মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান করেন সংগঠনের সভাপতি ও সম্পাদক।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com