রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:৩৬ পূর্বাহ্ন




ফুলবাড়ীতে শীতের তীব্রতায়,শীত বস্ত্রের কদর বেড়েছে

ফুলবাড়ীতে শীতের তীব্রতায়,শীত বস্ত্রের কদর বেড়েছে

মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীতে যতই শীতের তিব্রতা বৃদ্ধি পাচ্ছে। ততই শীতের বস্ত্র ক্রয় করতে ক্রেতার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। শীতের বস্ত্র বিক্রয়ের শো-রুম ও ফুটপাথের দোকন গুলোতে শ্রেনী ভেদে ক্রেতাদের উপচে পড়া ভিড়,বিক্রেতার মুখে হাসি।

গত ৫দিন যাবৎ সুর্যের দেখা পাওয়া যায়নি এ উপজেলায়। শীতের তিব্রতা বৃদ্ধিতে সবচেয়ে বিপদে পড়েছে নিন্ম ও মধ্যম আয়ের মানুষেরা। শিশুসহ নানা বয়সের মানুষের পুরানো ও নতুন সোয়েটার, কোর্ট, জ্যাকেট, গেঞ্জি, শার্টসহ বিভিন্ন ধরনের গরম কাপড়ের পসরা বসিয়ে ক্রেতাদের দৃষ্টি কাড়ছেন বিক্রেতারা। ফুটপাতে সকাল থেকে রাত পর্যন্ত চলছে শীতবন্ত্র বিক্রয়। শীতবস্ত্র কিনতে ফুটপাতে গড়ে ওঠা কাপড়ের দোকানে ভিড় জমাচ্ছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। শীত নিবারণে সাধ্যমত কম মূল্যে শীতবস্ত্র কিনতে যাচ্ছেন ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে।

গরম কাপড় ক্রেতা মোঃ জসিম উদ্দিন বলেন, শীতের তিব্রতায় বৃদ্ধি পাওয়ায় কোন ভাবেই আগের কাপড় দিয়ে শীত নিবরান করা যাচ্ছে না। তাই আরো গরম কাপড় কিনতে এসেছি। এমন কথা বলেন কাটাবাড়ী গ্রামের বাদল প্রামানিক,জাহাঙ্গীর হোসেনসহ অনেকেই।

শীতবস্ত্র বিক্রেতা মোঃ রাজ্জাক মিয়াসহ অনেক ব্যবসায়ী বেচাকেনা নিয়ে খুশি প্রকাশ করে বলেন,এমন ঠান্ডা আরোও কিছুদিন থাকলে ব্যবসা আরো ভালো হবে।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com