রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:২৩ পূর্বাহ্ন




লালমনিরহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত

লালমনিরহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত

লালমনিরহাট প্রতিনিধি :
উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় – দেশ গড়ব সমাজসেবায়’এই স্লোগানে লালমনিরহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে জেলা পরিষদ মিলনায়তন থেকে একটি র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন সরকারী ও বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।
পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিনের সভাপতিত্বে
অন্যান্যের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, কবি ও সমাজসেবক ফেরদৌসী বেগম বিউটি প্রমূখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজসেবার আওতায় এখন অনেক বিধবা ও বয়স্ক মানুষের সংসার চলছে। সমাজসেবায় যে কাজগুলো সরকার হাতে নিয়েছে সেগুলো সফলভাবে বাস্তবায়ন হচ্ছে। আলোচনা সভা শেষে সম্মননা স্বারক প্রদান করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com