শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫২ অপরাহ্ন




ফুলবাড়ীতে গ্রাহক সেবার মান উন্নয়ন ও নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ বিষয়ে মতবিনিময়

ফুলবাড়ীতে গ্রাহক সেবার মান উন্নয়ন ও নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ বিষয়ে মতবিনিময়

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্রাহক সেবার মান উন্নয়ন ও নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটায় কুড়িগ্রাম – লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি, ফুলবাড়ী জোনাল অফিসের আয়োজনে ফুলবাড়ী সাব স্টেশনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ফুলবাড়ী জোনাল অফিসের ডিজিএম আসাদুজ্জামানের সঞ্চালনা ও কুড়িগ্রাম – লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি’র জিএম মহিতুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নির্বাহী প্রকৌশলী শাহাবুদ্দিন মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস, বিদ্যুৎ বোর্ডের সচিব প্রভাষক জাহিদুল ইসলাম, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শাহাজাহান আলী বাদশা, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, পল্লীবিদ্যুৎ গ্রাহক বিশিষ্ট শিল্পপতি ওয়াহেদ আলী।

এছাড়াও ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন লিটু, সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা, সিনিয়র সাংবাদিক অলিউর রহমান নয়ন, সেচ গ্রাহক মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় তৃণমূল পর্যায়ের সাধারণ গ্রাহক, সেচ গ্রাহক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, গণমাধ্যম কর্মী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com