শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন




বীরগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত

বীরগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
বীরগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ৬ডিসেম্বর এ দিনে স্বাধীন বাংলার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম শত্রুমুক্ত হয় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা। মঙ্গলবার উদযাপনে সকাল থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পৌরশহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীরগঞ্জ প্রেসক্লাবের পাশে শহীদ মহসীন আলী’র কবরে ও তাজমহল মোড়ে শহীদ বুধারু স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহেনা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কালিপদ রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, থানার ওসি সুব্রত কুমার সরকার।

এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তির উল্লাসে মেতেছিল বীরগঞ্জ। এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে পিছু হটিয়ে বীরগঞ্জকে হানাদার মুক্ত করা হয়েছিল। বাংলাদেশের মানচিত্র লাল-সবুজের পতাকা মুক্ত বাতাসে উড়িয়ে দেওয়া হয়েছিল। মুক্তিযুদ্ধকালীন ৬ নম্বর সেক্টরের ফিল্ড কমান্ডার মেজর জেনারেল (অব.) এম মাসুদুর রহমান বীর প্রতীক এবং এফএফ কমান্ডার একেএম মাহবুব উল আলমের নেতৃত্বে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী যৌথভাবে পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে। মুক্তিযুদ্ধে ভাঁতগাও ব্রিজ ও সুজালপুর ইউনিয়নের মদনপুরে সম্মুখযুদ্ধে অনেক মুক্তিযোদ্ধা শহীদ হন।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com