শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:৫১ অপরাহ্ন




তৃর্ণমূলের নেতাকর্মীরাই আওয়ামীলীগের প্রাণ-বানিজ্যমন্ত্রী

তৃর্ণমূলের নেতাকর্মীরাই আওয়ামীলীগের প্রাণ-বানিজ্যমন্ত্রী

পীরগাছা (রংপুর) প্রতিনিধি :
বানিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন আমরা চাই তৃর্ণমূল আওয়ামীলীগকে শক্তিশালী করে এগিয়ে যেতে। তৃর্ণমূলের নেতাকর্মীরাই আওয়ামীলীগের প্রাণ। আমাদের এই দেশটা রক্ষা করতে হবে। দেশ রাজাকার-আলবদরের হাতে চলে যেতে দেয়া যাবে না। তাদের হাতে ক্ষমতা গেলে দেশ ধ্বংস হয়ে যাবে। আগামী ১০ তারিখ বিএনপি-জামায়াতকে রাজপথে খুজে পাবেন না। রাজপথ থাকবে আওয়ামীলীগের দখলে। গতকাল সোমবার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি তছলিম উদ্দিনের সভাপতিত্বে এসময় প্রধান বক্তা ছিলেন, রংপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রোজী রহমান, আব্দুল হাকিম সরদার, সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, মো: মজনু মিয়া ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সম্পাদকগণ। বর্ধিত সভায় আগামী এক মাসের মধ্যে উপজেলার ৯টি ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের বিষয় আলোচনা এবং উপজেলা ছাত্রলীগ ও কৃষকলীগের সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com