শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:২০ অপরাহ্ন




আটোয়ারীতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

আটোয়ারীতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :
অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমূখী পদক্ষেপ: প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ^ বিনির্মাণে উদ্ভাবনের ভুমিকা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগমনি কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থা ও উপকার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে , উপজেলা সমাজ সেবা কার্যালয় ও কমিউনিটি প্রোগ্রাম, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় শনিবার ( ৩ ডিসেম্বর) সকালে উপজেলার তোড়িয়া ইউনিয়নের বারঘাটি এলাকায় ‘ উপকার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও তোড়িয়া ইউপি ’র সদস্য মোঃ সহিদুল ইসলাম। সংস্থার সম্পাদক মোঃ খলিলুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আগমনি কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ জফর আলী। প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সংস্থার সহ-সভাপতি মোছাঃ নূর নিহার বেগম (রুনা), উপকার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক রবিউল ইসলাম, কাজল রেখা, দুর্লভ চন্দ্র রায়, নিলুফা তাসমিন লিজা, মনসুর আলী, রুমা বেগম প্রমুখ। আলোচনা সভার আগে ওই বিদ্যালয় হতে একটি র‌্যালি বের হয়ে গুরুত¦পুর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com