রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:৩৬ অপরাহ্ন
আসাদুজ্জামান স্টালিন, জলঢাকা ( নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর জলঢাকায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী,,অফিসার ইনচার্জ ফিরোজ কবির, অবঃ আনছার ও ভিডিপি অফিসার আবদুল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র প্রমূখ।
সভায় সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বলেন,বিভিন্ন দুর্যোগে অন্যান্য বাহিনীর মতো আমাদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদান কোন অংশে কম নয়। আমরা জাতিকে শঙ্কামুক্ত রাখতে বিভিন্ন দুর্যোগ মোকাবেলা এমনকি দেশের উন্নয়নে সব সময় সক্রিয় এবং তৎপর দেখি। তারা নির্বাচন সহ বিভিন্ন পর্বে বিনিদ্র থেকে আমাদের নিরাপত্তা নিশ্চিত করে থাকেন। আপনারা বিভিন্ন সচেতনতামূলক কাজ অব্যাহত রেখেছেন যা আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
স্বাগত বক্তব্য রাখেন মৌসুমী আক্তার।