শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৫৩ অপরাহ্ন




পড়ালেখার পরিবেশ ঠিক রাখতে স্কুলের মাঝ দিয়ে পথ নয়

পড়ালেখার পরিবেশ ঠিক রাখতে স্কুলের মাঝ দিয়ে পথ নয়

আসাদুজ্জামান স্টালিন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি :
পড়ালেখার পরিবেশ ঠিক রাখতে স্কুলের মাঝ দিয়ে চলাচলের জন্য পথ করা যাবে না। এতে পড়ালেখায় শিক্ষার্থীদের মনযোগ থাকে না। যে শিক্ষার্থী পড়ালেখায় মনযোগ দিতে পারবেনা তাকে দিয়ে ভালো ফলাফলও আশা করা যায় না। তাই শিক্ষিত জাাতি গড়তে শিক্ষার্থীদের নিরিবিলি পড়ালেখার পরিবেশ দেওয়া আমাদের সবার দায়িত্ব। নীলফামারীর জলঢাকা পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু পৌর এলাকার ১নং ওয়ার্ডের মাইজালি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি বিকল্প স্থায়ী নতুন সড়ক নির্মাণকালীণ উপরোক্ত কথাগুলো বলেন।
ইলিয়াস হোসেন বাবলু আরও বলেন,আমরা এখনও করোনার ধকল কেটে উঠতে পারি নাই। করোনাকালীণ আমাদের বিভিন্ন ক্ষতির মধ্যে শিক্ষা ক্ষেত্রে যে ক্ষতি হয়েছে তা পূরণ করা অসম্ভব। এজন্য আপনাদের সন্তানকে নিয়মিত স্কুলে পাঠান। আমাদেরকে মনে রাখতে হবে শিক্ষার কোন বিকল্প নাই।
রবিবার সকালে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে উপস্থিত হয়ে আরও বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম বাশার মিন্টু, মাইজালী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাহমুদুল হক,লুতফর রহমান,আসাদুল হক প্রমূখ।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com