রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১২:০৭ অপরাহ্ন




দিনাজপুরে বারোমাসি কাটিমন জাতের আম চাষ

দিনাজপুরে বারোমাসি কাটিমন জাতের আম চাষ

দিনাজপুর প্রতিনিধি :
ইউটিউব চ্যানেল দেখে দিনাজপুর সদরের কমলপুর ইউনিয়নের মাড়িহার গ্রামের বাড়িতে শখের বশে বারোমাসি কাটিমন জাতের আম চাষ করে লাভবান হয়েছেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সি বিভাগের চিকিৎসক প্রভাষক ডাক্তার হাবিবুর রহমান হাবিব।

গত তিন বছর আগে কৃষি কর্মকর্তা এক বন্ধুর পরামর্শে ময়মনসিংহের একটি নার্সারি থেকে মাত্র ৪০ শতাংশ জমিতে ৫০০টি কাটিমন বারোমাসি জাতের আমের বাগান শুরু করেন। গত বছর থেকেই তার কাটিমন বারোমাসি আমের বাগানে আম আসতে শুরু হয়। এখন তার কাটিমন আমের বাগানে প্রতিটি গাছে থোকায় থোকায় আম ঝুলছে। প্রতিটি ডালে ডালে ধরেছে আম। প্রতিটি আমের গাছে কমপক্ষে ৩ থেতে ৫ কেজি পর্যন্ত আম ধরে আছে। আবার কোন কোন গাছে নতুন করে মুকুল আসছে, কোন কোন গাছে আমের গুটি চলে এসেছে।

আম চাষি ডাক্তার হাবিবুর রহমান হাবীব বলেন, আমি আধুনিক চাষাবাদে বিশ্বাসী, তাই আমার কৃষিবিদ বন্ধুর পরামর্শে আমি বারোবাসি আমের বাগান শুরু করেছি। মাত্র তিন বছরে কাটিমন জাতের আমের ব্যাপক উৎপাদন হয়েছে। ছুটির দিনে একটু সময় বের করে নিজেই ছুটে আসি আমার আমের বাগানে। প্রতিটি গাছের যত্ন ও পরিচর্যা করে থাকি।

তিনি বলেন, প্রতিটি আম গাছে ৫ থেকে ৭ কেজি পর্যন্ত আম শোভা পাচ্ছে। যা দেখে মনটা ভরে যায়। এই অসময়ে আম সুস্বাদু ও পুষ্টিকর হওয়ায় আত্মীয়-স্বজনদের মধ্যে আম উপহার হিসেবে পাঠাচ্ছি । তারা এই অসময়ে আম পেয়ে অনেক খুশি।

ডাক্তার হাবীব আরও বলেন, প্রতিটি গাছে আম অনেক বেশি হওয়ায় ব্যবসায়ীরা তার বাগান থেকেই আম কিনে নিয়ে যাচ্ছেন। এই বারোমাসি কাটিমন জাতের আমের বাজারে ব্যাপক চাহিদা থাকায় পাইকাররা প্রতি কেজি আম ৪০০ থেকে ৪৫০ টাকা কেজিতে কিনে নিয়ে যাচ্ছেন । এই বারোবাসি আম বাগান থেকে বছরে ৪ বার আম পাওয়া যাচ্ছে। এই বারোবাসি কাটিমন জাতের আমের বাগান আরও সম্প্রসারণ করার জন্যই তিনি আরও ২ হাজার ৫০০ আমের কলম চারা রোপণ করেছেন। আগাছা পরিষ্কার, কীটনাশক প্রয়োগ, জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করতে হয়। আগামী বর্ষাকালে কলম আমের চারা দিয়ে বাগান সম্প্রসারণ করবেন।

ডাক্তার হাবীবের বড় ভাই আমিনুল ইসলাম বলেন, ডাক্তার হাবীব ব্যস্ত মানুষ, তাই নিজ গ্রামে গড়ে তোলা বারোবাসি কাটিমন জাতের আমের বাগান তিনি দেখাশোনা করেন। তিন বছরের প্রতিটি আমের গাছ খুব বেশি বড় হয়নি। তাই প্রতিটি আমের গাছের বাড়তি যত্ন নিতে হয়। আগাছা পরিষ্কার করতে হয় আর নিয়মিত স্প্রে করতে হয়, যাতে আমের মুকুল ঝরে পড়ে না যায়।

ডাক্তার হাবীরের ব্যক্তিগত সহকারী মহিদুল ইসলাম বলেন, আমাদের এই আমের বাগান থেকে আমরা আমাদের অনেক আত্মীয় স্বজনদের বাড়িতে আম পাঠিয়েছে। এই আমের স্বাদ আর মিষ্টি হওয়ায় অনেকেই আমাদের এই আমের প্রংশসা করছে। আর যারা আমাদের আম একবার কিনে নিয়ে গেছেন তারা আবার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন।

প্রতিবেশি আবুল কাশেম বলেন, ডাক্তার হাবীবের আমের বাগানে এসে আমি মুগ্ধ হয়ে গেছি। এই অসময়ে তার আমের বাগানে থোকায় থোকায় আম ধরেছে। প্রতিটি আম গাছই পরিপুষ্ট। খেতেও অসাধারণ। এই আম দেখে ডাক্তারের কাছ থেকে আমের চারা কেনার আগ্রহ প্রকাশ করছি। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক খালেকুর রহমান বলেন, জেলায় বারোবাসি কাটিমন জাতের আমের চাষ বাড়ানোর জন্য আলাদা একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রতি বছর এই জেলায় বারোমাসি কাটিমন আমের বাগানের সংখ্যা বাড়ছে। এই জাতের আম বাজারে ব্যাপক চাহিদা থাকায় অনেকেই এই জাতের আম চাষে আগ্রহ বেড়েছে। বারোমাসি এই কাটিমন জাতের আমবাগান দেখে অনেকেই নতুনভাবে এই জাতের আম বাগান করতে আগ্রহ সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com