শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন




হিলিতে পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগে করে পুকুরের মাছ নিধন করার অভিযোগ

হিলিতে পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগে করে পুকুরের মাছ নিধন করার অভিযোগ

শাহিনুর আলম শাহিন, হিলি প্রতিনিধি :
দিনাজপুরের হিলিতে পূর্ব শত্রæতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৮ নভেম্বর) সকালে পৌর সভার ৩নং ওয়ার্ড এলাকার হীরামতি সিনেমা হলের পূর্বদিকের ফরিদ খানের পুকুরে এই ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়,ফরিদ খানের পুকুরে বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কারা শত্রæতার জেরে বিষ প্রয়োগ করে।এতে পুকুরে থাকা রুই, কাতাল, মাগুর, চিতলসহ দেশি প্রজাতির মাছ মরে ভেসে উঠে।
মাছচাষী ফরিদ খান বলেন,সকালে মাছকে খাবার দিতে এসে দেখি সব মাছ পানিতে ভাসছে। অনেক আশা করে এই পুকুরে সব ধরনের মাছ চাষ করেছিলাম। বড় জাতের পোনা মাছ ছেড়েছিলাম, অল্প সময়ের মধ্যে মাছগুলো বাজারজাত করতে পারবো বলে। আর মাত্র এক মাসের মধ্যেই মাছ বিক্রয়ের উপযুক্ত হয়ে যেতো। প্রায় তিন লাখ টাকার মাছ হবে পুকুরে, একটি মাছও জীবিত নেই। আমার শত্রæরা রাতেই পুকুরে বিষ দিয়ে মাছ মেরেছে।
হাকিমপুর থানার (ওসি) আবু সায়েম মিয়া বলেন, পুকুরে বিষ প্রয়োগ করে কে বা কারা মাছগুলো নিধন করেছে। আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com