রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:৪৮ অপরাহ্ন
পীরগাছা (রংপুর) প্রতিনিধি :
রংপুরের পীরগাছায় ট্রাক ও ট্রলির ধাক্কায় লিমা আক্তার নামে ৪ বছরের এক শিশু মারা গেছে। গত সোমবার বিকেলে উপজেলা কান্দি ইউনিয়নের তেয়ানী মনিরাম গ্রামের সুন্দরগঞ্জ-চৌধুরানী সড়কে। এ ঘটনায় জড়িত থাকায় অভিযোগে পুলিশ ট্রাক চালক সাজ্জাদ হোসেনকে আটক গতকাল বুধবার আদালতে প্রেরণ করে।
জানা গেছে, কান্দি তেয়ানী মনিরাম গ্রামের সাবেক চেয়ারম্যান সুজা মিয়ার চাতালের নিকট রাস্তার পাশে খেলছিল ওই গ্রামের টেক্কা মিয়ার মেয়ে শিশু লিমা আক্তার। বিকেলে তিন টার দিকে চৌধুরাণী থেকে সুন্দরগঞ্জগামী একটি ট্রাক (রংপুর-ট-১১-০৪৩৫) এসময় অপরদিক থেকে আসা একটি ট্রলির সাথে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে ট্রলিটি এসময় ছিটকে গিে লিমা আক্তারের শরীরের উপর পড়লে সে গুরুতর আহত হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় সে মারা যায়। ঘটনার সময় এলাকাবাসী ঘাতক ট্রাক ও চালক সাজ্জাদ হোসেন (১৯) কে আটক করে।
এ ব্যাপারে কান্দি ইউনিয়নের বিট পুলিশের কর্মকর্তা পীরগাছা থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন বলেন, ট্রাকটি আটক করা হয়েছে এবং চালকের সংশ্লিষ্টতা থাকায় তাকে গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে প্রেরণ করা হয়েছে।