শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন




কুড়িগ্রামের আশরাফুলের আর্জেন্টিনা উন্মাদনা

কুড়িগ্রামের আশরাফুলের আর্জেন্টিনা উন্মাদনা

কুড়িগ্রাম প্রতিনিধি :
আর মাত্র এক সপ্তাহ পর কাতারে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ-২০২২। তবে থেমে নেই ভক্ত ও সমর্থকদের উন্মাদনা। কুড়িগ্রামের দিনমজুর আশরাফুল আলমও নিজের অটোরিকসা পছন্দের দলের পতাকায় রাঙ্গিয়ে যেন সেই বার্তাই দিচ্ছেন। শহরের ভেতর দিয়ে আশরাফুল যখন আর্জেন্টিনার পতাকা সজ্জিত অটোরিকসা চালিয়ে যান তখন পথচারী ও অন্য বাহনের যাত্রীরা ফিরে ফিরে তাকান।

আশরাফুলের বাড়ি কুড়িগ্রাম পৌর এলাকার ধরলা অববাহিকার একতা পাড়া গ্রামের বাধের পাড়ে। তিনি বিবাহিত। তার তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। ব্যাটারি চালিত অটোরিকসা চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন। পছন্দের দলের প্রতি সমর্থন এবং শুভ কামনা জানাতে নিজের জীবিকা নির্বাহের বাহনটি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙ্গিয়েছেন।

শনিবার বিকেলে অটোরিকসা চালক আশরাফুলের সাথে কথা হলে অাশরাফুল জানান, ছোট বেলা থেকেই তিনি ফুটবল খেলা ভালোবাসেন। আর বিশ্ব ফুটবলে তার পছন্দের দল আর্জেন্টিনা। তার বিশ্বাস এবারের বিশ্বকাপে তার দল ফাইনাল খেলবে এবং চ্যাম্পিয়ন হয়ে ট্রফিও জিতে নিবে।

আশরাফুল বলেন, ‘আমি ২০০২ সাল থেকে ফুটবল খেলা দেখি। তখন থেকে আমি আর্জেন্টিনার সমর্থক। এই দলের খেলা আমার খুব ভালো লাগে। এর আগে ২০১০ সালে আমি আমার একটি বাই সাইকেল আর্জেন্টিনার পতাকার রঙে রঙ করি। এখন যেহেতু আমার জীবিকার বাহন এই অটোরিকসা সেজন্য এই অটোরিকসা আমার পছন্দের দলের দেশের পতাকার রঙে রঙ করেছি।’
তবে আর্জেন্টিনার পতাকার রঙে নিজের অটোরিকসা রঙ করলেও নিজ দেশের পতাকার কথা ভোলেননি এই অটোরিকসা চালক। অটোরিকসায় বাংলাদেশের জাতীয় পতাকার প্রতীকও রেখেছেন তিনি।
আশরাফুল আরও বলেন, ‘ আমি আর্জেন্টিনার সমর্থক আছি এবং থাকবো। বর্তমান দলটি পূর্বের তুলনায় ভালো। তাই আশা করছি এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে।’
আর্জেন্টিনার পতাকার রঙে অটোরিকসা রঙ করার বিষয়টি যাত্রীরা কীভাবে নিচ্ছেন, এমন প্রশ্নে আশরাফুল বলেন, ‘ আমি গতকাল (শুক্রবার) অটোরিকসা রঙ করেছি। যাত্রীরা বিষয়টিকে অনেক ভালো বলছেন। তবে বিপক্ষ দলের সমর্থকরা এটাকে হয়তো ভালো চোখে দেখবেন না এটাই স্বাভাবিক।’
বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা দলের জার্সি কিনে ওই জার্সি পরে অটোরিকসায় যাত্রী পরিবহন করবেন বলে জানান আশরাফুল। তিনি বলেন, ‘অটোরিকসা রঙ করতে প্রায় পাঁচ হাজার টাকা খরচ হয়েছে। দুই এক দিনের মধ্যে টাকা জোগাড় করে জার্সি কিনবো।’

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com