শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:৩০ অপরাহ্ন
পীরগাছা (রংপুর) প্রতিনিধি :
রংপুরের পীরগাছায় ক্ষুদ্র ও প্রান্তীক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের সামনে এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান। উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলমের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আশরাফুজ্জামান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফ, সমাজ সেবক লুৎফর রহমান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে ২০২২-২০২৩ অর্থ বছরের রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম ও শীত কালীন পেয়াজ চাষের জন্য উপজেলার ৯টি ইউনিয়নের তিন হাজার ৯৪০ জন ক্ষুদ্র ও প্রান্তীক চাষীকে সার ও বীজ প্রদানের উদ্বোধন করা হয়।