রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:৩৬ অপরাহ্ন
পীরগাছা (রংপুর) প্রতিনিধি :
রংপুরের পীরগাছায় অস্বচ্ছল ও দরিদ্র মহিলাদের ভিডবিøউবি (পূর্বের নাম ভিজিডি) কার্যক্রমে লটারী বিরোধীতা করে অবিলম্বে চেয়ারম্যান-মেম্বারদের মাধ্যমে বিতরণের দাবি জানিয়েছেন উপজেলা মেম্বার এসোসিয়েশন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানে এক আলোচনা সভায় তারা এ দাবি করেন। উপজেলা মেম্বার এসোসিয়েশনের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন। উপজেলা মেম্বার এসোসিয়েশনের সাধারন সম্পাদক শামীম হাসান কাজলের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, পারুল ইউপির মেম্বার লিটন হাসান, সাইফুল ইসলাম কালু, ইটাকুমারীর মাসুদ রানা, অন্নদানগরের আকবার আলী, ছাওলার ভবানী চন্দ্র, তাম্বুলপুরের আব্দুল গফুর , কৈকুড়ীর হাফিজার রহমান ও কান্দি ইউনিয়নের আব্দুল জব্বার। আলোচনা সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের ভিডবিøউবি (পূর্বের নাম ভিজিডি) কার্যক্রমে লটারী সিদ্ধান্ত পরিবর্তন করে চেয়ারম্যান-মেম্বারদের মাধ্যমে প্রকৃত অস্বচ্ছল ও দরিদ্র মহিলাদের প্রদানের জন্য উপজেলা চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানানো হয়। এসময় রংপুর জেলা পরিষদ নির্বাচনের পর মেম্বারদের হয়রানী ও হুমকি-ধামকির তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেন মেম্বার এসোসিয়েশনের নেতারা।