শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:১৬ অপরাহ্ন




প্রাথমিক শিক্ষাকে ঢেলে সাঁজানো হবে : পীরগাছায় মহাপরিচালক

প্রাথমিক শিক্ষাকে ঢেলে সাঁজানো হবে : পীরগাছায় মহাপরিচালক

পীরগাছা (রংপুর) প্রতিনিধি :
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেছেন, প্রাথমিক শিক্ষাকে ঢেলে সাঁজানো হবে। শিক্ষার গুনগত মান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। কোন অনিয়ম মেনে নেয়া হবে না। শিক্ষকরা যাতে মর্যাদার সাথে বিদ্যালয় পরিচালনা ও পাঠদান করতে পারে আমরা সেই ব্যবস্থা করছি।
গতকাল শনিবার রংপুরের পীরগাছায় প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষকদের সাথে মতবিনিয়ম সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন। প্রধান শিক্ষক সুফিয়া বেগমের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পীরগাছা উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এএম শাহজাহান সিদ্দিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান, প্রেসক্লাব সভাপতি তোজাম্মেল হক মুন্সি, প্রধান শিক্ষক নুরুজ্জামান প্রধান, শাহাদত হোসেন, নিলুফা ইয়াসমিন, আব্দুল মালেক, মাহফুজা আক্তার প্রমুখ। এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
প্রধান অতিথি শাহ রেজওয়ান হায়াত আরো বলেন, আপনারা যারা মামলা-মোকাদ্দমা করেছেন সেগুলো তুলে নিলে আমরা প্রাথমিক শিক্ষাকে আরো অনেকদুর এগিয়ে নিতে পারবো। তিনি বলেন আপনাদের অনেক দায়-দায়িত্ব আছে। এটা ভুলে যেতে পারবেন না।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com