রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:৩৭ অপরাহ্ন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় সমবায় দিবস নানা কর্মসূচির মধ্যদিয়ে পালন করা হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সফল সমবায় সমিতি এবং সমবায়ী উদ্যোক্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন।
উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন।
এসময় ওসি তদন্ত মমতাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ, সমবায় সমিতির সদস্য, উদ্যোক্তা, গণমাধ্যম কর্মীসহ সুধীজন উপস্থিত ছিলেন।