শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:৫২ অপরাহ্ন




জলঢাকায় বিদ্যুৎ স্পর্শে একজনের মৃত্যু

জলঢাকায় বিদ্যুৎ স্পর্শে একজনের মৃত্যু

আসাদুজ্জামান স্টালিন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি :
জলঢাকায় বিদ্যুৎ স্পর্শে একজনের মৃত্যু হয়েছে। মৃত্যু ব্যক্তির নাম গৌরাঙ্গ রায়(২২)।
সে উপজেলার ধর্মপাল ইউনিয়নের খেরকাটি মাঝাপাড়া এলাকার অমুল্য রায়ের ছেলে।
এলাকাবাসী জানায়, রবিবার বিকাল প্রায় ৪টায় মাঝাপাড়া দুর্গা মন্দিরে বিদ্যুৎ সংযোগের কাজ করছিল। কাজ করতে গিয়ে এক সময় তার নাড়াচাড়া বন্ধ মনে হয়। এমন অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শারদীয় দুর্গোৎসবে গৌরাঙ্গের অকাল মৃত্যুর সংবাদ পেয়ে রাতে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
এসময় গৌরাঙ্গের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয় এবং জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করা হয়।
এ সময় জলঢাকার উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান,সৈয়দপুরের সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার রায়হান ফয়সাল, ধর্মপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তাহের, এমদাদ বিন এরশাদ ও সাংবাদিক তাইজুল ইসলাম তাজু উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com