শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১১ অপরাহ্ন




১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলন

১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলন

স্টাফ রিপোর্টার :
বিভাগীয় লেখক পরিষদ রংপুর এর যুগপূর্তিতে আগামী ১ ডিসেম্বর রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে।
যুগপূর্তি উদযাপন প্রাক-প্রস্তুতি নিয়ে সংগঠনের ৮ জেলার নেতৃবৃন্দের সাথে আলোচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
শুক্রবার বিকেলে স্থানীয় একটি হোটেলে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ কাজী মোঃ জুননুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির আহমদের পরিচালনায় আলোচনায় অংশ নেন, সিনিয়র সহ-সভাপতি এস এম সাথী বেগম, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান সোহাগ, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মজনুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল আলম অপু, আন্তর্জাতিক ও বহিঃ যোগাযোগ বিষয়ক সম্পাদক নুর হোসেন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুদ বশীর, রংপুর জেলা কমিটির সভাপতি এটিএম মোর্শেদ, সাধারণ সম্পাদক ফিরোজ কাওসার মামুন, সাংগঠনিক সম্পাদক এস এম ইতি, কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, গাইবান্ধা জেলা কমিটির সভাপতি রেজাউল হক মিতা, সহসভাপতি এ্যাড. কাশেম ইয়াসবীর, লালমনিরহাট জেলা কমিটির সভাপতি আতাউল মালেক, দিনাজপুর জেলা কমিটির সহসভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ওয়াসিম আহমেদ শান্ত, নীলফামারী জেলা কমিটির সহসভাপতি শান্তি পদ রায়, সাধারণ সম্পাদক হাবীবুল্লাহ বিশ্বাস প্রমুখ।
আলোচনায় যুগপূর্তি উদযাপনকে ঘিরে রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলনে অংশগ্ৰহনের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এছাড়াও সংগঠনের দ্বাদশ স্মারকগ্ৰন্থ প্রকাশ, মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান এবং রংপুর বিভাগের ৮ জেলার ৮ জন গুণিসাহিত্যিককে সম্মাননা জানানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com