শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৮ অপরাহ্ন
শামীম রেজা ডাফরুল, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাবার সাথে পুকুরে গোসল করতে নেমে সলিল সমাধি ঘটলো রাফি নামের ৮ বছর বয়সের এক শিশুর। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
স্থানীয় লোকজন ও মৃতের স্বজনরা জানিয়েছেন, উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের ফ‚লপুকুরিয়া গ্রামের বাসিন্দা মো. শাফি মিয়া উপজেলা সদরের কুটিবাড়ি এলাকায় ভাড়া বসায় পরিবার নিয়ে বসবাস করেন। শুক্রবার শিশু সন্তান রাফিকে নিয়ে তিনি উপজেলা পরিষদ চত্বরের একটি পুকুরে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ রাফি পানিতে তলিয়ে যায়। এলাকার লোকজন ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইচার্জ আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।