শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:১৬ অপরাহ্ন




কাউনিয়া মেডিকেলের সামনে রাস্তায় বাচ্চা প্রসব

কাউনিয়া মেডিকেলের সামনে রাস্তায় বাচ্চা প্রসব

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তায় শুক্রবার দুপুর ১২টার দিকে চিকিৎসা নিতে আসা এক নারীর চিকিৎসা না পেয়ে মেডিকেলের সামনে বাচ্চা প্রসবের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে বেপক সারা পড়ে। পরে মেডিকেল কর্তৃপক্ষ অবশ্য মা ও শিশু টিকে চিকিৎসার জন্য মেডিকেলে ভর্তি ও নিবির পরিচর্যা করছে।
জানাগেছে কাউনিয়া উপজেলা পার্শ্ববর্তী উপজেলা পীরগাছার অন্নদানগর চালনিরপাড় গ্রামের সাগর মিয়ার স্ত্রী রিতু আক্তার (২০) শুক্রবার গর্ভাবস্থায় কাউনিয়া মেডিকেলে চিকিৎসা নিতে আসেন। কিন্তু মেডিকেলের কর্তব্যরত নার্স তাদের বলে এই রোগির ডেলিভারী এখানে হবে না রংপুর নিয়ে যেতে। বাধ্য হয়ে তারা রোগীকে রংপুর নিয়ে যেতে এ্যাম্বুলেন্স খুঁজতে থাকে কিন্তু আল্লাহর ইচ্ছায় তার ব্যাথা উঠে এবং মেডিকেল চত্তরের রাস্তায় তার বাচ্চা প্রসব হয়ে যায়। সে একটি ফুটফুটে ছেলে বাচ্চা জন্ম দেয়। এরপর বিষয়টি নিয়ে ব্যপক সমালচনা শুরু হলে কর্তৃপক্ষ তাদের মেডিকেলে ভর্তি করে। বর্তমানে মা-ও সন্তানের চিকিৎসা প্রদান করছে। অনেকই মন্তব্য করেছে এই হলো সরকারী হাসপালের চিকিৎসা সেবার চিত্র। এব্যাপারে স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মীর হোসেন জানান আমি বিষয়টি জানান পর পরই ব্যবস্থা গ্রহন করেছি। তাদের মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে। মা ও বাচ্চা এখন ভাল আছে। নার্সদের কোন গাফিলতা থাকলে সে বিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com