শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:২০ অপরাহ্ন




ফুলবাড়ীতে বিনামূল্যে মাসকালাইয়ের বীজ ও রাসায়নিক সার বিতরণ

ফুলবাড়ীতে বিনামূল্যে মাসকালাইয়ের বীজ ও রাসায়নিক সার বিতরণ

মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণের যৌথ উদ্যোগে উপজেলার ৭টি ইউনিয়নের ৬০ জন ুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকালাইয়ের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আজ ২২ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সভাকে আয়োজিত সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম। দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম,ফুলবাড়ী প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি ও ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ হারুন-উর-রশীদ উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার জানান, ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২/২০২২-২৩ মৌসুমে মাসকালাই চাষে উপজেলার ৭টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তি কৃষকের মাঝে বিনামূল্যে প্রতি একজনকে ৫ কেজি মাসকলাই বীজ, ৫ কেজি এমওপি ও ২০ ডিএপি রাসায়নকি সার বিতরন করা হলো।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com