শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:৪০ অপরাহ্ন




ঘরে ফেরা’ কর্মসূচিতে কালীগঞ্জে আল-আরাফাহ্‌ ব্যাংকের বিনিয়োগ বিতরণ

ঘরে ফেরা’ কর্মসূচিতে কালীগঞ্জে আল-আরাফাহ্‌ ব্যাংকের বিনিয়োগ বিতরণ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের কালীগঞ্জে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ‘ঘরে ফেরা’ কর্মসূচির আওতায় বিনিয়োগ বিতরণ করেছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার শিয়ালখোওয়া বাজার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শাখার হিসাবধারীদের মাঝেও বিনিয়োগ বিতরণ করা হয়।

আল- আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক আবেদ আহম্মেদ খানের সভাপতিত্বে বিনিয়োগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ব্যাংকের এসএমআইডি-১ বিভাগের বিভাগ প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মনজুর হাসান, আল-আরাফাহ ব্যাংকের রংপুর শাখার শাখা ব্যবস্থাপক ও এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সাজেদুল ইসলাম, এসএমই আইডি- বিভাগের সিনিয়র প্রিন্সিপাল অফিসার লতিফুল খাবির, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন প্রমূখ।

বাংলাদেশ ব্যাংক রংপুর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল হাকিম বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ইতোমধ্যে তা প্রমাণে সফল হয়েছে। সর্বাধুনিক সব ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে।

অনুষ্ঠানে ৬৬ জন উদ্যোক্তার মাঝে ১কোটি ৪১ লাখ টাকা বিনিয়োগ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com