রবিবার, ১১ Jun ২০২৩, ০৭:০৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক :
গাজীপুর মহানগরীর গাছা থানার ডেগেরচালা এলাকা থেকে শিশু ছাত্রকে বলাৎকার অভিযোগে ১ শিক্ষকসহ ৪ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
মঙ্গলবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ আলমগীর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, গাছা থানার মঈনুল ইসলাম হামীয়ুস সুন্নাহ মাদ্রাসায় গত ৮ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টার দিকে মাদ্রাসার আবাসিক শিক্ষক শান্ত ইসলাম ওরফে আঃ রহমান(২২) এক মাদ্রাসার শিশু ছাত্রকে বলৎকার করে।
ভিকটিমের অভিযোগ মাদ্রাসা শিক্ষক শান্ত ইসলাম গত কয়েক মাস ধরে তাকে গালে অস্বাভাবিক ভাবে চুমু খাওয়াসহ শরীরের গোপন স্থানে স্পর্শ করতেন। গত ৮ সেপ্টেম্বর সাড়ে ৫টার দিকে সময় ঐ ছাত্রকে বিস্কুট দেয়ার প্রলোভন দেখিয়ে তার বিছানায় নিয়ে জোরপূর্বক বলৎকার করে। শিশুটি তার বাবাকে ঘটনাটি জানালে তার বাবা মাদ্রাসার প্রিন্সিপালসহ অন্য দুই শিক্ষককে জানান।
মাদ্রাসার শিক্ষকগন বিষয়টি সমাধান করবেন বলে শিশুটির বাবাকে আশ্বস্থ করে কৌশলে কালক্ষেপন করেন। যাতে বলৎকারের আলামত নষ্ট হয়ে যায়। গত ১২ সেপ্টেম্বর শিশুটির বাবা আবার শিক্ষকদের কাছে গেলে তারা জানায় পরীক্ষা শেষ হলে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নিবে।
ভিকটিমের বাবা মোঃ বাচ্চু মিয়া কোন প্রতিকার না পেলে ঘটনাটি পুলিশকে জানান। পুলিশ সংবাদ পেয়ে সেই শিক্ষককে আটক করতে গেলে মাদ্রাসার প্রিন্সিপালসহ অন্য দুই শিক্ষক পুলিশের কাজে বাধা দেন।
পরবর্তীতে ভিকটিমের পিতার অভিযোগের প্রেক্ষিতে গাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়। পরে অভিযুক্ত শিক্ষকসহ মাদ্রাসার প্রিন্সিপাল এবং অন্য দুই শিক্ষককে গাছা থানা পুলিশ গ্রেপ্তার করে।