রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১০:৫২ পূর্বাহ্ন




ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের আরাজি দুর্ল্লভপুর গ্রামে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে রানীশংকৈল ও বালিয়াডাঙ্গী উপজেলার শেষ সীমানা আরাজি দুর্ল্লভপুর পশ্চিম গড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের মহেন চন্দ্রের মেয়ে মল্লিকা আক্তার (১৩) ও মালা রামের মেয়ে ময়না (১০)। এ সময় গুরুতর আহত অবস্থায় ৪র্থ শ্রেণির আরেক শিক্ষার্থী পীথি রাণীকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী উপজেলার ৬ নং ভানোর ইউপির প্যানেল চেয়ারম্যান শওকত আলী।

নিহত মল্লিকা রাণীশংকৈল উপজেলার নেকমরদ কুশুমউদ্দীন বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ও ময়না গণ্ডগ্রাম প্রাইমারি বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির ছাত্রী ছিলো।

স্থানীয় সূত্রে জানা যায়, অন্য শিশুদের সঙ্গে তারা বাড়ির পাশে শকিন্দরের পুকুরে গোসল করতে যায়। ঘটনাস্থলে বালুর গর্তে পা পিছলে পড়ে যায় পিথী রাণী, সাথী ও সরল নামের আপন তিন ভাইবোন। এ সময় তাদের বাঁচাতে গিয়ে মল্লিকা ও ময়না পুকুরের পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। পরে স্থানীয়রা নিহতদের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেন।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন ঘটনার সততা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছি। পারিবারিকভাবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন







© All rights reserved © uttorersomoy.com
Design BY BinduIT.Com